এয়ারপোর্টে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক যুবক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪


এয়ারপোর্টে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক যুবক
ছবি: সংগৃহীত

কাস্টমস হাউজ ২৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন তিনি। জব্দ করা মোট স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজির।


শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: নিজ দেশে ফিরে যেতে আরাকান আর্মির দিকে তাকিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী


এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ ইমাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন খবরের ভিত্তিতে তার বডি তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতর একটি বড় আকারের স্বর্ণের কয়েন দেখতে পাওয়া যায়, মাসুদ এটাকে নিজের বলে স্বীকার করেন। এছাড়াও একাধিক স্বর্ণের বারসহ তার থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮২ বিরাশি হাজার টাকা। আটককৃত স্বর্ণের বারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।


এমএল/