বাঙালি জাতির মাথা উঁচু করে চলার স্লোগান এই ‘জয় বাংলা’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর আয়োজনে অনুষ্ঠিত হল ‘জয় বাংলা উৎসব’।
১৪ মার্চ রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলের বলরুমে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন
করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
অব ব্যাংকস এর সভাপতি নজরুল
ইসলাম মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা’র
প্রস্তাবক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক
উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
অনুষ্ঠানে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর
বক্তৃতায় বলেন, “জয় বাংলা আমাদের
মুক্তি সংগ্রামের স্লোগান। জয় বাংলা মুক্তিযুদ্ধের
স্লোগান। জয় বাংলা আত্মত্যাগের
স্লোগান। যে স্লোগানের মধ্য
দিয়ে আমরা বিজয় অর্জন
করেছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান