সুবর্ণচরে ভোটের রাতে গৃহবধূকে ধর্ষণ, ১০ জনের ফাঁসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪


সুবর্ণচরে  ভোটের রাতে গৃহবধূকে ধর্ষণ, ১০ জনের ফাঁসি
ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এছাড়া বাকী  ৬ আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 


আরও পড়ুন: জাবিতে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৪ জন তিন দিনের রিমান্ডে


সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। 


রায়ের বিষয়টিনিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মর্তুজা আলী পাটোয়ারী।


আরও পড়ুন: ছাত্রলীগ নেতাসহ ৪ জনের সাত দিনের রিমান্ড চায় পুলিশ


রায় ঘোষণার সময় মো. মিন্টু ওরফে হেলাল (২৮) ছাড়া ১৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।


এর আগে গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক। তবে রায় লেখা শেষ না হওয়ায় রায় ঘোষণার জন্য ৫ ফেব্রুয়ারি তারিখ পুনর্নির্ধারণ করেন আদালত।


মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।


জেবি/এসবি