কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিজিপির আরও ৭ সদস্য


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪


কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিজিপির আরও ৭ সদস্য
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে বিচ্ছিন্নতাবাদী গোষ্টীর দিনভর সংঘাতের জেরে দেশটির ৯৫ জন সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে আহতদের উখিয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।


আরও পড়ুন:  মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছেন বাংলাদেশে


বিজিবির তত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে সোমবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ৯ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের মধ্যে রবিবার রাতে দুইজন এবং সোমবার সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে ঢুকতে দেয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের।


আরও পড়ুন: বান্দরবানে জীপ গাড়ি খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত


কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই সদস্যকে আহত অবস্থায় গেল রাত আটটার দিকে হাসপাতালে আনা হয়। আজ সকালে আরও সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদের সেবা দিচ্ছি।


আরএক্স/