৫ সদস্যের রোহিঙ্গা পরিবারের অনুপ্রবেশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪


৫ সদস্যের রোহিঙ্গা পরিবারের অনুপ্রবেশ
অনুপ্রবেশকারীরা। ছবি: জনবাণী

মিয়ানমারে চলমান সংঘাতে কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে ৫ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশ করেছে। যাদের আটক করে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে।


আরও পড়ুন: মিয়ানমারের সংঘাত: থমথমে ঘুমধুম সীমান্ত


সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মিয়ানমার থেকে উলুবনিয়া সীমান্তে দিয়ে এদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখেছে স্থানীয় লোকজন। যাদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও অফর ৩ জন শিশু।


বিষিয়টি নিয়ে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


আরও পড়ুন: মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে


তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গা পরিবারটি আটক করে বিজিবি হেফাজতে নিতে দেখেছেন।


আরএক্স/