একটু ভালোভাবে বাঁচতে চায় বাক প্রতিবন্ধী রনি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪


একটু ভালোভাবে বাঁচতে চায় বাক প্রতিবন্ধী রনি
জয়দেব কুমার রনি

জন্মগতভাবে একজন বাক প্রতিবন্ধী জয়দেব কুমার রনি। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ থানার ১ নং নাফানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় সুলতানপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত সতীশ চন্দ্র রায়।  


শারীরিকভাবে বাক প্রতিবন্ধকতা সমস্যার কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মসম্পাদনে বাধাগ্রস্ত হচ্ছেন ও বিভিন্ন প্রকার সুযোগসবিধা থেকে বঞ্চিত তিনি। শারীরিক অক্ষমতার জন্য স্থায়ী ও আংশিকভাবে কর্ম ক্ষমতাহীন বিধায় তিনি উপার্জন করতেও অক্ষম। 


তার পিতা মাতা মারা যাওয়ার পর থেকে তার দুঃখ কষ্টের কোন সীমা নেই৷ একটু ভালোভাবে বাঁচতে চায় বাক প্রতিবন্ধী জয়দেব কুমার রনি।


সোমবার (৫ ফেব্রুয়ারি)  জনবাণীর প্রতিনিধির কাছে অশ্রুসিক্ত নয়নে তার জীবনের দুঃখ কষ্টের কথা প্রকাশ করেন। 


শত দুঃখ কষ্ট ও অভাবের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেয়নি রনি। সকলের কাছে তার দুঃখ কষ্ট লাঘবের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি।


জেবি/এসবি