সেচযন্ত্র চলবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪
চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কৃষকদেরকে অফ-পিক আওয়ারে (রাত ১১ টার পর থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত) সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপিকে নিষিদ্ধ করবে কিনা, জানালেন ইসি আলমগীর
তথ্যবিবরণীতে জানানো হয়েছে, চলতি মৌসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আরও পড়ুন: সেফটি দিতে না পারলে ফ্লাইওভার-মেট্রোরেলে কোনো লাভ নেই: কাদের
এদিকে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এখনো শীত ঠিকমতো শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত এ কারণেই মন্ত্রণালয় থেকে কৃষকদের এই ৮ ঘণ্টা সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বাসস
জেবি/এসবি