নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫


নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


প্রেস সচিব বলেন, “সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা একটি মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হলো। এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


তিনি জানান, বৈঠকে প্রথমেই প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। “আর্মি, পুলিশ, স্থানীয় প্রশাসনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর ওপর বারবার জোর দেওয়া হয়েছে। সমন্বয় স্থানীয় ও জাতীয়—দুই পর্যায়েই দ্রুত গতিতে গড়ে তোলার কথা বলা হয়েছে।”


প্রেস সচিব আরও জানান, পুলিশ প্রধান (আইজি) বৈঠকে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।


এ ছাড়া নির্বাচনকে ঘিরে দেশে ইতিমধ্যে অনেক মিথ্যা তথ্য (মিস-ইনফরমেশন) ছড়িয়েছে এবং তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, “এই পরিস্থিতি মোকাবিলায় একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে এসব ভুল তথ্য চিহ্নিত ও মোকাবিলা করা হবে। বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।”


আরএক্স/