একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪


একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৫ জন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


বুধবার (৭ ফেব্রুয়ারি)  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। 


আরও পড়ুন: মাতৃগর্ভে শিশুর পরিচয় প্রকাশ নিয়ে নতুন নীতিমালা


এতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৯ জন, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: বিএসএমএমইউ এ শিশু বিভাগের প্রথমবারের মতো গবেষণা দিবস পালিত


এদিন সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।  তাদের মধ্যে মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪০ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৬৬।


জেবি/এসবি