কৃষি সচিবের বারি’র গবেষণা মাঠ পরিদর্শন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪


কৃষি সচিবের বারি’র গবেষণা মাঠ পরিদর্শন
ছবি: প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়রে সচিব ওয়াহিদা আক্তার বাংলাদশে কৃষি গবষেণা ইনস্টটিউিট (বারি) এর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতথিরি বক্তব্য রাখেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।


বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বারি’র মহাপরচিালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন বাংলাদশে কৃষি গবষেণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।


আরও পড়ুন: শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী


এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্মসচিব রেহানা ইয়াছমিন, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখার যুগ্মসচিব ড. সাবিনা ইয়াসমিন, পরচিালক (প্রশক্ষিণ ও যোগাযোগ) ড. মো. তারকিুল ইসলাম, পরচিালক (সেবা ও সরবরাহ) ড. ফরেদৌসী ইসলাম, পরচিালক (গবষেণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এছাড়াও বারি’র সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উক্ত সভায় উপস্থতি ছিলেন।


কৃষি সচিব গবেষণা মাঠ পরিদর্শন শেষে বারি’র বিজ্ঞানীদের সময়ের প্রয়োজনকে সামনে রেখে গবেষণা কার্যক্রম এগিয়ে নেবার বিশেষ নিদের্শনা দেন।


এমএল/