Logo

শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী রুমানা

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০১
57Shares
শ্রীপুরে আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী রুমানা
ছবি: সংগৃহীত

নির্মাণাধীন ঘর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন অধ্যাপিকা রুমানা আলী।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী। এ সময় তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রাণের মানুষ। আমরা যত বেশি আপনাদের কাছে যাই, আপনাদের সুখ দুঃখের কথা শুনি তিনি (প্রধানমন্ত্রী) তত বেশি খুশি হন মন্তব্য করে। প্রধানমন্ত্রী সব সময় বলেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শাকসবজি ফলমূল বাগানের ওপর জোর দিয়েছেন। যাতে নিজেদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল দিয়ে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। আপনাদের সংসারের ব্যয় কমাতে পারেন।

বিজ্ঞাপন

তিনি শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন অধ্যাপিকা রুমানা আলী। 

বিজ্ঞাপন

অধ্যাপিকা রুমানা আলী  বলেন, আপনার বাড়ির আশপাশে যতটুকু জমি আছে, তা পুরোপুরি কাজে লাগান। যেন কোনো শাক-সবজি বাজার থেকে কিনতে না হয়। একটা করে পেয়ারা গাছ লাগাতে পারেন। আপনাদের পরিবারের পুষ্টি চাহিদা যাতে আপনারা পূরণ করতে পারেন।’ 

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গুচ্ছগ্রাম আমার সেই ছোটবেলা থেকে দেখা। আমার বাবা প্রয়াত সাংসদ অ্যাডভোকেট রহমত আলী ১৯৯৬-৯৭ সালে আপনাদের সমস্যা চিহ্নিত করে ভালোবেসে এই গুচ্ছগ্রাম করে দিয়েছেন। সেটা প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প করে, দলিলপত্র করে দিয়ে মালিকানা হস্তান্তর করেছেন। এটা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ চিন্তা করেনি।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যাঁদের ঘর ছিল না, বাড়ি ছিল না। যাঁদের কোনো জায়গা জমি ছিল না, তাদের জায়গা দিয়ে পাকাবাড়ি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদের একটা আয়ের পথও করে দিয়েছেন।’ 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুয়ীতুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD