শ্রীপুরে বায়োগ্যাস প্লান্টের অরক্ষিত গোবরের গর্তে পড়ে শিশুর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪


শ্রীপুরে বায়োগ্যাস প্লান্টের অরক্ষিত গোবরের গর্তে পড়ে শিশুর মৃত্যু
ছবি: জনবাণী

গাজীপরের শ্রীপুরে বাড়ির পাশে থাকা বায়ো গ্যাস প্লান্টের অরক্ষিত গোবরের  গর্তে পড়ে মো. সাজ্জাদ নামের (২)বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার কড়ইতলী এবাদুল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কালো পতাকা মিছিল


নিহত সাজ্জাদ হোসেন  পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি মাওনা চৌরাস্তার ব্যবসায়ী।


নিহতের মামা শহিদুল ইসলাম জানান, সব শিশুর সাথে খেলা করছিল সাজ্জাদ হোসেন। পরে সবার মাঝ থেকে আলাদা হয়ে মায়ের খোঁজ করতে করতে বাড়ির পশ্চিম পাশে চলে যায়।


এ সময় বাড়ির একটু দূরেই সুরুজ বাঙ্গালি নামের এক ব্যক্তির বায়োগ্যাস প্লান্টের গর্তে পড়ে সে মারা যায়। তিনি অভিযোগ করে বলেন এমন গুরুত্বপুর্ন স্থানে এতো বড় একটি অরক্ষিত তরল গোবর ভর্তি গর্ত রেখে দিয়েছে যার মধ্যে পড়ে আমার ছোট্ট ভাগিনাটা করুন মৃত্যু বরণ করলো। কত শিশু এ গর্তের আশপাশে খেলা করে, চলাচল করে তবুও দায়িত্ববোধ জাগেনি তাদের। এটা এক প্রকার হত্যার শামিল।


আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় নয়, তলা ফেটে ফেরিডুবি: নৌপুলিশ


শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) রওশন আলী বলেন ,গর্তে পড়ে শিশুর মৃত্যুর এমন খবর কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে জানতে হবে।


আরএক্স/