ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৭ মুসল্লির মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


ইজতেমার দ্বিতীয়  পর্বে আরও ৭ মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের এ ইজতেমায় এখনো পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইজতেমায় আসার সময় আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কা‌শেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব


নিহত আবুল কা‌শেমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। আর মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।


মারা যাওয়া অন্য মুসল্লিরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) এবং জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)।


আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ সকল তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং অন্য একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


তিনি আরও জানান, যাদের তথ্য ও ঠিকানা সনাক্ত করা গেছে, ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এমএল/