ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন ইলন মাস্ক!
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি এবার ঘোষণা করেছেন, ম্যাসেজ (বার্তা) এবং অডিও -ভিডিও কলের জন্য কেবল সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করার পরিকল্পনা করছেন তিনি। তিনি ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন।
আরও পড়ুন: মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
এক্সে (সাবেকটুইটার) এক পোস্টে তিনি বলেন, “কয়েক মাসের মধ্যে আমি আমার ফোন নম্বর বন্ধ করে দেব এবং টেক্সট ও অডিও-ভিডিও কলের জন্য এক্স ব্যবহার করব।”
ইলন মাস্কের এই পদক্ষেপকে এক্স-এর অডিও -ভিডিও কলিং ফিচার প্রচারের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। গেল বছরের অক্টোবরে এই ফিচারটি চালু করা হয়েছিল।
আরও পড়ুন: ভিউ ওয়ানস ফিচার আনলো টেলিগ্রাম
তখন থেকে তিনি এক্সকে একটি “অল অ্যাপ্লিকেশন” হিসাবে বিকশিত করার পক্ষে জোরালোভাবে প্রচার করছেন। গেল বছর কিছু ব্যবহারকারীর জন্য এক্স ভিডিও এবং অডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ চালু করে। সূত্র: এনডিটিভি
জেবি/এসবি