ভিউ ওয়ানস ফিচার আনলো টেলিগ্রাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪
সম্প্রতি নতুন তিনটি ফিচার যুক্ত করেছেজনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। এই ফিচারগুলো যুক্ত হওয়ায় টেলিগ্রাম ব্যবহার আগের থেকে অনেকটাই সহজ হবে।
ভিউ ওয়ানস ফিচার এই ফিচারের সাহায্যে এখন থেকে ভিডিও এবং অডিও মেসেজগুলো একসঙ্গে দেখার জন্য সেট করতে পারেন। যদিও অ্যাপটি এই ফিচারটি গেল বছর লঞ্চ করেছিল কিন্তু সেই সময়ে তা ছবি এবং ভিডিও মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ভয়েস মেসেজের জন্যও এটি নিয়ে এসেছে অ্যাপটি।
দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজ পাঠানোর সময় পজ করা যাবে। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
তিন নম্বর ফিচারটি হলো- রেড টাইম কন্ট্রোল এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রেড টাইম কন্ট্রোল সেট করে দিলেন।
আরও পড়ুন: বিজ্ঞান জাদুঘর: ৯ বছর বয়সী বালকের মহাকাশ বিষয়ে বিস্ময়কর বক্তৃতা
এছাড়া পাঠানো মেসেজটি সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য সময় নির্ধারণ করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
জেবি/এসবি