জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫১তম বার্ষিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর : ইতিহাস, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক ৫১ তম বার্ষিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে ঢাবি সাবেক উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, ইতিহাসের কাজ হলো পটভূমির গুরুত্ব তুলে ধরা। বাঙালি জাতিসত্ত্বার সঙ্গে ৫২ থেকে ৭১ সালের ঘটনা প্রবাহ ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি জাতিসত্ত্বার পটভূমি হিসেবে এই ইতিহাস ভালোভাবে জানতে হবে। ইতিহাস চর্চার ধারা পরিবর্তন হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্মের ইতিহাসবিদগণ বিদ্যমান নতুন ধারা সম্পর্কে জানতে এবং সে অনুযায়ী ইতিহাস চর্চায় মনোনিবেশ করবেন।
আরও পড়ুন: চোরাই বাইক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে জাবি ছাত্র
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে অভূতপূর্ব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়ান্নোর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির দিশায় উন্মুখ মানুষের অধিকার আদায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। উপাচার্য তাঁর ভাষণে ৫৪ সালের নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯ সালে গণ—অভ্যুত্থান এবং ৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামের প্রকৃত ইতিহাস পাঠের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইতিহাস পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল বাছির। স্বাগত বক্তব্য রাখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
এমএল/