পাকিস্তানে ১৪৪ ধারা জারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪


পাকিস্তানে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

এছাড়া শহরটিতে যেকোনো ধরনের ‘অবৈধ সমাবেশ’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।


রবিবার (১১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে এক বিবৃতি দিয়েছে  ইসলামাবাদ পুলিশ।  


আরও পড়ুন: মিয়ানমার থেকে ভেসে এলো অজ্ঞাত মরদেহ


পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ সমাবেশে উসকানি দিচ্ছে কিছু লোক। উল্লেখ্য যে, সমাবেশে প্ররোচনা দেওয়াও অপরাধ।আইনের মধ্যে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করা সবার অধিকার। কিন্তু, প্রতিটি বেআইনি কাজের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।



আরও পড়ুন: পাকিস্তানে নির্বাচন নিয়ে যা বললেন মালালা



এতে  আরও বলা হয়েছে, আইন মেনে চলা সবার কর্তব্য। নাগরিকদের বেআইনি কর্মকাণ্ডে অংশ না হওয়ার জন্য অনুরোধ করা হলো। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখা ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।


জেবি/এসবি