বসন্ত বরণে হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসব


Janobani

আবদুল্লাহ আল জাহেদ (শিহাব)

প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪


বসন্ত বরণে হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসব
ছবি: জনবাণী

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হাবীবুল্লাহ বাহার কলেজে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সমাজবিজ্ঞান ও অন্যান্য বিভাগগুলোর নামে মোট ২৩টি স্টল সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এই পিঠা উৎসবে।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করে কলেজ কতৃপক্ষ।


আরও পড়ুন: বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব


হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়াসিউল মাসুম জনবাণীকে বলেন, এই পিঠা উৎসবের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে এবং মানসিকতার বিকাশ ঘটায়। 


তিনি আরও বলেন, আমরা প্রতি বছর পিঠা উৎসব, গণিত উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি।


এই প্রতিবেদকের সুনাম করে অধ্যক্ষ বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আরও বেশি সাংবাদিক পেশায় নিয়োজিত হোক এতে কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছাবে।


সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হুমায়ুন কবির মোড়ল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই পিঠা উৎসবে আনন্দ উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। এ ধরণের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুদৃঢ় সম্পর্ক সৃষ্টি করে।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শীতের পিঠা উৎসব


তিনি আরও বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজের ২৭ টি বিভাগই সুন্দর এবং পরিপাটি, তবে সমাজবিজ্ঞান বিভাগ একটু বেশি সুন্দর। 


এ ধরণের প্রোগ্রাম এক ঘেয়েমি পড়ালেখা থেকে বের করে শিক্ষার্থীদের একটু বিনোদনের সুযোগ করে দেয় বলে মন্তব্য করেন সমাজবিজ্ঞান বিভগের এই জ্যেষ্ঠ শিক্ষক।


এছাড়া, সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ধরণের প্রোগ্রাম আয়োজন করার আহবান জানান তিনি।


আরএক্স/