রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪
রাঙামাটিতে লড়ির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীর হোসেন (৫০) ও মো. হানিফ (৫০)। তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।
আরও পড়ুন: রাঙামাটিতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান (অপরাধ)। তিনি বলেন, “রাঙামাটি- চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় একটি লড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।”
জেবি/এসবি