আবারও মেট্রোরেল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪


আবারও মেট্রোরেল বন্ধ
মেট্রোরেল - ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রোরেল বন্ধ  থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিক বিস্তারিত না জানালেও বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।


করিম শেখ নামে একযাত্রী জানিয়েছেন, তিনি ২৭ মিনিট ধরে  মিরপুর ১০ স্টেশনে দাঁড়িয়ে আছেন। তবে এখনও মেট্রোরেল আসেনি।


আরও পড়ুন: আড়াই ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল


কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেকালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

বায়জিদ ইসলাম নামের একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শাহবাগ স্টেশন এ প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।” 


আরও পড়ুন: শনিবার থেকে মেট্রোরেল চলবে ৮ মিনিট পরপর

সুদীপ চৌধুরী নামের এক যাত্রী জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোর অপেক্ষায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন।


এর আগে সবশেষ বুধাব (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।


জেবি/এসবি