শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, জিরোপয়েন্ট দিয়ে যান চলাচল শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪
জাহাঙ্গীর আলম, খুলনা ব্যুরো: দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: আফিফ ঝড়ে ৫ উইকেটে ঢাকাকে হারাল খুলনা
এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
রবিবার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
আরএক্স/