১২০ টাকাতেই যোগ্য প্রার্থীর পুলিশে নিয়োগ হবে: পুলিশ সুপার চুয়াডাঙ্গা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ।
আরও পড়ুন: কমেই চলেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টারের যে মানদন্ড আছে সেভাবেই হবে। পুলিশ রিক্রুট নিয়োগ পরীক্ষায় ১২০ টাকা ফি। এই ১২০ টাকায় একজন যোগ্য প্রার্থীর নিয়োগ হবে। আর এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হবে অত্যান্ত স্বচ্ছ। কেউ যদি কোনরকম প্রতারণার আশ্রয় নেই, আমাদের নজরে আসা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নেব।
পুলিশ সুপার আরও বলেন, বিভিন্ন নিয়োগ শুরু হলেই প্রতারক চক্র এর ওর নাম ভাঙিয়ে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। এ বিষয়টা মাথায় রেখে পুলিশের একাধিক গোয়েন্দা টিম কাজ করছে। কোন চাকরি প্রার্থী যেন প্রতারণার স্বীকার না হয় এ বিষয়ে প্রচার প্রচারণাও চালাচ্ছে জেলা পুলিশ।
আরও পড়ুন: মাঘের শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অবস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও ওয়ান ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরএক্স/