ইপিজেডে অধিকতর বিনিয়োগ আকর্ষণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে বেপজার চুক্তি স্বাক্ষর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইপিজেডে অধিকতর বিনিয়োগ আকর্ষণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে বেপজার চুক্তি স্বাক্ষর

ইপিজেডে অধিকতর বিনিয়োগ আকর্ষণের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আজ (১৫-০৩-২০২২) বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে, দেশে ও বিদেশে বিভিন্ন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক এবং প্রদর্শনীর আয়োজন করতে এসসিবি বেপজাকে সহযোগিতা করবে।



বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব আলী রেজা মজিদ এবং এসসিবি এর ব্যবস্থাপনা পরিচালক ও ক্লায়েন্ট কাভারেজ, কর্পোরেট কমার্শিয়াল ও ইন্সটিটিউশনাল ব্যাংকিং এর প্রধান জনাব এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি এবং এসসিবি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসের এজাজ বিজয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।



সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি নতুন পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমরা একসঙ্গে কাজ করলে নিশ্চিতভাবেই নতুন বিনিয়োগকারী আকর্ষণ সহজ হবে এবং দেশের ব্যবসা পরিবেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি সম্ভব হবে। তিনি আরও বলেন “আমাদের শক্তি হচ্ছে ৪০ বছরের অর্জিত  অভিজ্ঞতা। নতুন বিনিয়োগ সহায়তা প্রদানে অন্যান্য যেকোন প্রতিষ্ঠানের চেয়ে আমাদের যথেষ্ট দক্ষতা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এই অংশীদারিত্ব বেপজার বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে।



এসসিবি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসের এজাজ বিজয় বলেন, বেপজা দীর্ঘ সময় ধরে দেশের রপ্তানি খাতে একটি গেমচেঞ্জার হিসেবে ভূমিকা রাখছে। তিনি বলেন, “এই আইকনিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা অর্থনৈতিক সক্ষমতা ও ব্যবসা পরিবেশ উন্নয়নে তাৎপর্যপূর্র্ণ ভূমিকা রাখতে পারবো।



বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম, নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) রুহুল আমিন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল এএসএম কামরুজ্জামান, পিবিজিএমসহ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বেপজার উর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

 

 জি আই/