মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
এর আগে এদিন দুপুর ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় কাঠ-বাঁশ ও টিনের তৈরি অনেক ঘর পুড়ে গেছে।
আরও পড়ুন: মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নেভাতে ৮ ইউনিট
ডিউটি অফিসার লিমা খানম বলেন, “ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২টায়। আমাদের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।”
আরও পড়ুন: আবারও মেট্রোরেল বন্ধ
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
জেবি/এসবি