৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪


৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৭ শিক্ষার্থীসহ সচিবকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা।


জানা যায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।


আরও পড়ুন: শৈত্য প্রবাহে পাবনায় জনজীবন বিপর্যস্ত



এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশ নিয়েছিলেন ওই শিক্ষার্থীরা।


আরও পড়ুন: শীতের দাপটে কাঁপছে দেশ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে



এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব গণমাধ্যমকে জানান, “৫৮ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।”


জেবি/এসবি