Logo

খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, জেএস হাসপাতাল বন্ধ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:২৩
77Shares
খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, জেএস হাসপাতাল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

পরে বুধবার (২১ ফেব্রুয়ারি) পুলিশের সহায়তায় জেএস ডায়াগনস্টিক ও হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়হাম মৃত্যুর ঘটনায় মামলা করেছে শিশুটির বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলাটি করেন তিনি।

পরে বুধবার  (২১ ফেব্রুয়ারি) পুলিশের সহায়তায় জেএস ডায়াগনস্টিক ও হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালিবাগ অবস্থিত ওই হাসপাতালে খৎনা করাতে গিয়ে মারা যায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়হাম। এ ঘটনায় সার্জন ডা. ইশতিয়াক আজাদ পালিয়ে গেলেও দুই চিকিৎসককে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, নিষেধ করা সত্ত্বেও শিশু আয়হামকে পুরো অজ্ঞান করা হয়েছে। যে কারণেই মৃত্যু হয় তার। তবে ভিন্ন কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, অপারেশন শেষে শিশুটি বমি করলে তা ফুসফুসে চলে যায়। পরে যা আর নিয়ন্ত্রণ করা যায়নি। এ কারণেই মৃত্যু হয় আয়হামের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD