শিশু একাডেমিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা, শিশুশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি তাঁর শৈশবের প্রভাতফেরি এবং শহিদ মিনারে ফুল দেয়ার স্মৃতি রোমন্থন করেন। বক্তব্যে তিনি বলেন, ভাষার আন্দোলন কিন্তু শুধু মায়ের ভাষা বাঁচাবার আন্দোলন ছিলনা, এই আন্দোলন ছিল অর্থনৈতিক স্বাধীনতার আন্দোলন, চিন্তার স্বাধীনতার আন্দোলন, আমাদের মুক্তির আন্দোলন, আমাদের লেখাপড়ার আন্দোলন, আমাদের চাওয়ার আন্দোলন।
শিশুদের উদ্দ্যেশ্যে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বই পড়ার গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে উদবুদ্ধ করেন।
আরও পড়ুন: দেশে ৩০ শতাংশ খাদ্য অপচয় হয়: কৃষিমন্ত্রী
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, অধ্যাপক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার, ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ভাষা আন্দোলন কাগজে কলমে ১৯৪৭ থেকে শুরু হলেও এর গোড়াপত্তন ১৮৬৮ সালেই হয়েছিল।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার লড়াই ছিলনা, এটি ছিল সাংস্কৃতিক, স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার লড়াই এবং পাকিস্তানি অপশাসন এবং শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিবাদ। বাঙালি মুসলমান ঘর ছাড়ার সূচনা করেছিল ১৯৫২ তে আর ঘরে ফিরেছিল ১৯৭১ এর ডিসেম্বরে।
আরও পড়ুন: হঠাৎ ধনী হলে মানুষ ভাবে ইংরেজিতে কথা বলা আধুনিকতা: প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, সারা দেশের যে নতুন প্রজন্ম জেগে আছে তাদের প্রতি দরকারি যে কাজ তা হলো, সত্য ইতিহাসের মাধ্যমে তাদের বেড়ে ওঠার পথ তৈরি করে দেয়া এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় আজকের শিশুদের জাগিয়ে রাখা, এই শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর শিশু একাডেমির শিশুশিল্পীরা পরিবেশন করে গান, কবিতা ও নৃত্যনাট্য।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান এবং কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য শিশু ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেবি/এসবি