লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৩ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


তিনি জানান, একটি পিস্তল উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা এবং এলএমজি উদ্ধারের ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি গুলি উদ্ধারের জন্যও ৫০০ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন: দেশ এখন নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুত: প্রধান উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা সহযোগীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ সংক্রান্ত যে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। কোনো কর্মকর্তা বা তাদের আত্মীয়স্বজন দুর্নীতি বা ঘুষ বাণিজ্যে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, গাজীপুরে পুলিশ কমিশনারের রাস্তা বন্ধ করে যাতায়াতের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এএস