জি কে শামীমের জামিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪


জি কে শামীমের জামিন
ফাইল ছবি

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন মঞ্জুর করেছেন আদালত। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। একই সাথে ২ মাসের মধ্যে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন।


আরও পড়ুন: দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


আদালতে আজ জি কে শামীমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।


এর আগে জি কে শামীমের জামিন মঞ্জুরের আদেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া জামিন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


আরও পড়ুন: মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই


২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ সামিদুল ইসলাম অস্ত্র মামলায় জি কে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


জেবি/এসবি