স্ত্রীসহ পরিবেশ অধিদফতরের পরিচালকের রহস্যজনক মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪


স্ত্রীসহ পরিবেশ অধিদফতরের পরিচালকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

পরিবেশ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি শেখ মো. কামরুজ্জামান।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নজমুল। আর  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


আরও পড়ুন: শাহজালালে চার যাত্রীর কাছে মিললো পৌনে দুই কোটি টাকার সোনা


হাসপাতালের একটি সূত্র জানায়, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মন্তব্য করেননি।


নজমুল আহসানের ভাই সৈয়দ আবু জাফর জানান, তার ভাইয়ের মৃত্যুতে মিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আরও পড়ুন: খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, জেএস হাসপাতাল বন্ধ ঘোষণা


 ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, “বুধবার মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সে বাসায় স্বামী-স্ত্রী উভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে তার অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”


তিনি আরও বলেন, “এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কী কারণে এ দম্পতির মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক তথ্য জানা যাবে।”


জেবি/এসবি