Logo

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:৩৮
45Shares
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে

বিজ্ঞাপন

এবার অধিবেশন সামনে রেখে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। 

শনিবার (২৪ ফেবুয়ারি) শপথ নিচ্ছেন নবনির্বাচিত সদস্যরা। তবে, অধিবেশনকে সামনে রেখে প্রাদেশিক পরিষদ ভবন এলাকায় বিক্ষোভ করবে বলে ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে সিন্দু সরকার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ), পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামী (জেআই) এবং জমিয়তে উলেমায়ে ইসলাম। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনশেষে একটি নোটিশ জারি করেছে সিন্দু সরকার। তাতে বলা হয়, “সিন্ধু সরকার দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে প্রাদেশিক পরিষদের করাচি ডিভিশনের সাউথ জোনে জনসভা, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ৩০ দিনের জন্য। অবিলম্বে তা কার্যকর হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) হারিস নওয়াজ বলেছেন, “প্রাদেশিক পরিষদ ভবনের চারপাশে এখন ১৪৪ ধারা কার্যকর। ফলে এর ধারে কাছে কোনো প্রতিবাদ বিক্ষোভ হতে পারবে না। ”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিশ্চিত করতে পরিষদের চারপাশে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD