উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। খবর পেয়ে একটি টুল ভ্যান ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
আরও পড়ুন: দিনাজপুরে ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের
ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: টানা ৮ দিন সূর্যের দেখা নেই দিনাজপুরে
পার্বতীপুর স্টেশনের মাষ্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।
জেবি/এসবি