বোরহানউদ্দিনে গাঁজাসহ আটক ১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪


বোরহানউদ্দিনে গাঁজাসহ আটক ১
ছবি: জনবাণী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কাচিয়া ইউনিয়ন হইতে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। 


আরও পড়ুন: ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১


বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এসআই মো. মনজুর হোসেন,নেতৃত্বে এএসআই মো. ইলিয়াস, এএসআই মো. ইয়ার হোসেন, কনস্টেবল মো. মাহাদী রাহাত, সহ বোরহানউদ্দিন থানা পুলিশের একটি একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোরহানগঞ্জ টু গ্যাসফিল্ডগামী বোরহানগঞ্জ বাজার সংলগ্ন পুরাতন ষ্টীলের ব্রিজের দক্ষিন পার্শ্বের ঢালে পাকা রাস্তার উপর থেকে বিদ্যুৎ দে (৪৫) ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিদ্যুৎ দে'র বাড়ী  উপজেলার টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডে।


আরও পড়ুন: ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার


এ বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.শাহিন ফকির জানান, আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা দায়ের করে, পরবর্তীতে শনিবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/