Logo

ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৪২
54Shares
ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সভাপতি হাসান আলী, পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক এম এ ছালাম সহ অনেকে।

বিজ্ঞাপন

আসন্ন রমজান মাসে ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনশীল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ক্যাবের যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক এম এ ছালাম সহ অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতা বোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD