সৌদির সঙ্গে বাংলাদেশের ২ সমঝোতা চুক্তি সই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সৌদির সঙ্গে বাংলাদেশের ২ সমঝোতা চুক্তি সই

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুইটি সমঝোতা চুক্তি সই হয়েছে।  

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজাধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের বৈঠক হয়।

বৈঠকের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।

পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুইটি সমঝোতা স্মারক সই হয়।

যে দুইটি বিষয়ে সমঝোতা সই হয়েছে, সেগুলো-বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই। এছাড়া দুই দেশের মধ্যে কাস্টমস সহযোগিতা চুক্তি সই হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চ্যুয়ালি স্থাপন করেন।  

ওআ/