Logo

রেমিট্যান্স বৃদ্ধিতে ইবিএল-জে.পি. মরগান পার্টনারশীপ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:১৫
55Shares
রেমিট্যান্স বৃদ্ধিতে ইবিএল-জে.পি. মরগান পার্টনারশীপ
ছবি: সংগৃহীত

ইবিএল ওয়েবসাইটে এতদ্বসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পেমেন্ট ফরমেট পাওয়া যাবে।

বিজ্ঞাপন

দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে জে.পি মরগানের সঙ্গে একটি পার্টনারশীপ গঠন করেছে বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকসমূহের জন্য জে.পি. মরগানের সুপরিচিত ক্রস কারেন্সি সল্যুশন্স এক্সপেডাইট এর মাধ্যমে ইবিএল রেমিট্যান্স সেবা প্রদান করবে। 

এক্সপেডাইট সল্যুশন্স ব্যবহার করে জে.পি মরগানে নিজস্ব একটি  মার্কিন ডলার হিসাবে ইবিএল প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে রেমিট্যান্স গ্রহণ করবে। এর ফলে বিভিন্ন মূদ্রায় রেমিট্যান্স নেয়ার জন্য ইবিএলকে মাল্টিপল কারেন্সি হিসাব খুলতে হবে না। বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীর  তাদের নিজস্ব ব্যাংক হিসাব থেকে রেমিট্যান্স প্রেরন করতে পারবেন। ইবিএল ওয়েবসাইটে এতদ্বসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পেমেন্ট ফরমেট পাওয়া যাবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইবিএল ও জে.পি মরগানের পার্টনারশীপের ফলে প্রবাসী বাংলাদেশীদের জন্য রেমিট্যান্স প্রেরন সহজতর হবে এবং এক্ষেত্রে তারা আরও দক্ষ সেবাও পাবেন।   

জে.পি. মরগান চেইস ব্যাংক এন.এ. ( জেপিএমসি) এর ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের (এফআইজি) সেলস ফর পেমেন্টর বৈশ্বিক প্রধান কিয়াট লিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার যৌথভাবে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এক্সপেডাইট সল্যুশন্স আনুষ্ঠানিকভাবে চালু করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেপিএমসি’র নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের প্রধান সাজ্জাদ আনাম, নির্বাহী পরিচালক এবং এপাক (অচঅঈ) প্রোডাক্ট সল্যুশন্স বিশেষজ্ঞ শিবু থমাস ও বাংলাদেশ মার্কিন দূতাবাসের ইকোনমিক কর্মকর্তা জেমস গার্ডিনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহ্দী জামান, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ, রেমিট্যান্স ব্যবসা বিভাগ প্রধান চৌধুরী বাহার ওয়াদুদসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD