মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অভিবাসী গ্রেফতার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪


মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অভিবাসী গ্রেফতার
ছবি: ‍সংগৃহীত

মালয়েশিয়ার অভিবাসন পুলিশের অভিযানে ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।  দেশটির মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


চার ঘণ্টা ধরে চলমান এই অভিযান চলে বুধবার (২৮ ফেব্রুয়ায়রি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত। এতে ২৪ থেকে ৭০ বছর বয়সী এসব বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। এর আগে মোট ৩৫৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন পুলিশ।


আরও পড়ুন: বিয়ে না দিলে লেখাপড়াই করবে না ১৩ বছরের কিশোর!


দেশটির পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা ও নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ কর্মকর্তা ও সদস্যদ এই অভিযানে অংশ নেয়।


আরও পড়ুন: মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে প্রাণ গেল ৩১ জনের


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, “গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ নারী, ১৩৪ বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।”


জেবি/এসবি