ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) সকালে ডিন্ডোরি এলাকার বাজগড় ঘাটের কাছে উল্টে যায় যাত্রী বোঝাই একটি পিক আপ ট্রাক। প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত ২০ জন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
বিজ্ঞাপন
তাদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিন্ডোরির কাউন্সিলর বিকাশ মিশ্র।
জানা যায়, প্রবল বেগে ছুটে ছিল পিক আপ ট্রাকটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। গতির বলি হন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং আর নেই
বিজ্ঞাপন
নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।
আরএক্স/