কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনের আগুন

বিশেষ ফ্রিজিং ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৭ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৪


বিশেষ ফ্রিজিং ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ
ফ্রিজিং ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই ভবন থেকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)  রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, আগুনের ঘটনায় তিনজনের মরদেহ এবং অবচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অবচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো ৪২ জনের মধ্যে চার শিশু ও ২১ নারী রয়েছেন। বাকিরা পুরুষ। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত দেড়টার দিকে বলেন, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।


অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সেখানে ১১ জনের মরদেহ রয়েছে। 


রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকর্মীদের জানান, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে।  এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



আরএক্স/