বেইলি রোডের আগুনে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪০ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৪


বেইলি রোডের আগুনে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। লাগা আগুনে নারী, পুরুষ ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত দেড়টার দিকে বলেন, নারী ও শিশুসহ এখন পর্যন্ত ২২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।


অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সেখানে ১১ জনের মরদেহ রয়েছে। 


রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকর্মীদের জানান, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে।  এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।