Logo

আরও একজনের মরদেহ হস্তান্তর

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০৫:৩৮
124Shares
আরও একজনের মরদেহ হস্তান্তর
ছবি: সংগৃহীত

চাঁদপুরে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে

বিজ্ঞাপন

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কেএম মিনহাজ উদ্দিনের (২৬) মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সর্বমোট ৪৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুরে তার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন রমনা থানা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অন্যদের মতো তিনি ও তার এক বন্ধু বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে যান। কিছু সময় পর ভবনটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনে ৪৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে মিনহাজও ছিলেন। কিন্তু আগুনে তিনি এমনভাবে পুড়ে যান যে চেনার উপায় ছিল না। অবশেষে হাতঘড়ি দেখে তার মরদেহ শনাক্ত করেন তার বন্ধুরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান, বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত কে এম মিনহাজ উদ্দিনের মরদেহ তার স্বজনদের কাছে ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। এদিন সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। চাঁদপুরে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে। 

উল্লেখ্য, বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়নি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD