মাওলানা লুৎফুর রহমান আর নেই


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪


মাওলানা লুৎফুর রহমান আর নেই
লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা লুৎফর রহমান (রহ.) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


রবিবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


তার ছেলে আবু লালমান মো. আম্মার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, “আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহ!”


আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ


এর আগেগত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।


আরও পড়ুন: তওবার নামাজ আদায় করার নিয়ম


জনপ্রিয় এ আলেম আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের পিতা।


জেবি/এসবি