জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪
দেশের মানুষ ভালো আছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে। ৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে।
রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: বিজ্ঞান জাদুঘরে সেমিনার জীববৈচিত্র্য রক্ষায় ড্রোন ব্যবহারের তাগিদ
অর্থনীতি কি ভালো অবস্থায় আছে? মানুষ কি ভালো আছে? এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “দেশের মানুষকে জিজ্ঞেস করুন। আমি তো মনে করি ভালো আছে।”
আরও পড়ুন: এলডিডিপির পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকে শুভেচ্ছা
তিনি বলেন, “নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।”
জেবি/এসবি