অর্থ প্রতিমন্ত্রীকে রূপালী ব্যাংকের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ওয়াসিকা আয়শা খান এমপিকে অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক পিএলসি।
সোমবার (৪ মার্চ) অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
আরও পড়ুন: অর্থমন্ত্রীকে রূপালী ব্যাংকের শুভেচ্ছা
শুক্রবার (১ মার্চ) মন্ত্রীসভায় নতুন নিয়োগ পাওয়া ৭ প্রতিমন্ত্রীর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান। দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন তিনি।
আরও পড়ুন: মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ১৯৭১ সালের ২৪ জুলাই চট্টগ্রামের আনোয়ারায় জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।
জেবি/এসবি