ডিমলায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪
নীলফামারী ডিমলায় সড়ক দুর্ঘটনায় জাহিনুর রহমান (৪০) নামেক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা পুলিশের দিনাজপুর বীরগঞ্জ থানায় কর্মরত এসআই মিস্টার আলী।
সোমবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে ডিমলা-শুটিবাড়ী সড়কে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডিমলায় ভাগ্নের হাতে মামার মৃত্যু
জানা যায় নিহত মটরসাইকেল আরোহী জাহিনুর পচারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মিস্টার আলী নিজ কর্মস্থল হইতে ছুটিতে বাড়িতে এসে লালমনিরহাট আদালতে হাজিরার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দূঘর্টনাটি ঘটে।
আরও পড়ুন: ডিমলায় শীতার্ত মানুষের পাশে পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি
ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসি আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় জাহিনুর রহমান মৃত্যুবরণ করে ও এসআই মিস্টার আলী গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায় দৈনিক জনবাণীকে বলেন, নিহতের পরিবারের লোকজন ডিমলা থানায় একটি ইউডি মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
আরএক্স/