Logo

‘ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত’

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০৪:৫৭
258Shares
‘ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত’
ছবি: সংগৃহীত

সোমবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

সোমবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, আসছে রুশ প্রেসিডেন্ট নির্বাচন, এতে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেননি। এ বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন মেদভেদেভ।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর) পরামর্শেই এ কাজ করেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর মেদভেদেভ বলেন, “এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে, তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।”

মেদভেদেভ ইইউ কূটনীতিকদের “রাজনৈতিক মূর্খ” বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “তারা জানেই না, তাদের কাজ কী।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD