‘ইইউ রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ৬ই মার্চ ২০২৪

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
সোমবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, আসছে রুশ প্রেসিডেন্ট নির্বাচন, এতে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেননি। এ বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন মেদভেদেভ।
আরও পড়ুন: কাবা চত্বরে প্রবেশে নতুন বিধি-নিষেধ কার্যকর
নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর) পরামর্শেই এ কাজ করেছে।’
আরও পড়ুন: বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের
এরপর মেদভেদেভ বলেন, “এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে, তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।”
মেদভেদেভ ইইউ কূটনীতিকদের “রাজনৈতিক মূর্খ” বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “তারা জানেই না, তাদের কাজ কী।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান: ইশহাক দার

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যর্থতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প, বড় রদবদল

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
