কুবিতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪
যথাযথ মর্যাদার সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিজ্ঞান অনুষদ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
আরও পড়ুন: কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জাহিদ-ওয়াসিম
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
আরএক্স/