মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মন্নু ও সম্পাদক মিজান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৩ পিএম, ৭ই মার্চ ২০২৪


মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মন্নু ও সম্পাদক মিজান
সভাপতি-মন্নু ও সম্পাদক মিজান। ফাইল ছবি

ফরিদপুরের মধুখালী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। 


বুধবার (৬ মার্চ) বিকালে কোরকদি মুজিব শতবর্ষ পার্কে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। তিনি সকল সদস্যর সম্মতি ক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করেন। 


আরও পড়ুন: ফরিদপুরে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্প পরিদর্শন


মো.মনিরুজ্জামান মৃধা মন্নু (দৈনিক কালের কন্ঠ) কে সভাপতি ও মুহা. মিজানুর রহমান সরদার (দৈনিক জনবাণী)কে সাধারণ সম্পাদক ঘোষনা করে নিম্ন কমিটি অনুমোদন করেন।


সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু দৈনিক কালের কন্ঠ, সহ সভাপতি শাহ কুতুজ্জামান, মধুখালী বার্তা মো,অহিদুজ্জামান অহিদ, দৈনিক পল্লব , সাধারন সম্পাদক মুহা মিজানুর রহমান সরদার (দৈনিক জনবাণী) সহ-সাধারন সম্পাদক মো,আরিফুল ইসলাম সুুমন (দৈনিক যায়যায়দিন) অসীম কুমার দত্ত, আল মোয়াজ্জিন সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলা (দৈনিক নব চেতনা ),কোষাধ্যক্ষ উত্তম বকসী (দৈনিক জনবাণী) দপ্তর সম্পদক বিপ্রজিত বিশ্বাস (দৈনিক গণসংহতি) প্রচার সম্পাদক মো.নাজমুল ইসলাম (দৈনিক বাঙালি সময়) গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক উজ্জ্বল শিকদার (দৈনিক ঢাকা টাইমস) ক্রীড়া সম্পাদক মো.ইমামুল হাসান রানা, (কানাইপুর বার্তা)  সমাজকল্যাণ সম্পাদক মো,রকিবুল ইসলাম মিঠু (sony টিভি বাংলা) সাহিত্য পাঠাগার সম্পাদক মো,দোলেয়ার হোসেন (জি বাংলা টিভি)।


আরও পড়ুন: ফরিদপুরে জনসভা মঞ্চে শেখ হাসিনা

 

নির্বাহী সদস্য এডভোকেট মানিক মজুমদার, দৈনিক সংবাদ প্রিন্সিপাল আসাদুজ্জামান, আসাদ,দৈনিক অন্য দিগন্ত, মো, এনামূল খন্দকার,দৈনিক নাগরিক বার্তা মাওলানা  আবুল হাশেম দৈনিক পল্লব, মো, আমিরুল ইসলাম নয়ন দৈনিক রূপালী দেশ, শাহনাজ পারভীন,দৈনিক নয়া সংবাদ, মো. রাকিবুল ইসলাম রাকিব, পথের খবর, মো.আরিফুল ইসলাম, দৈনিক ফরিদপুর মো. তানভীর আহমেদ জনি, দৈনিক সিকিউরিটি বার্তা, আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের সংবাদ,  জয়ন্ত কর্মকার দৈনিক স্বাধীন সংবাদ,।


আরএক্স/