ফরিদপুরে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্প পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


ফরিদপুরে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্প পরিদর্শন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় প্রদর্শনী ও সাইলেজ প্রযুক্তি হস্তান্তর খামার পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মো. আমজাদ হোসেন ভূঞা।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।


প্রকল্প পরিচালক মো. আমজাদ হোসেন ভূঞা বলেন, দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং খামারিদের লাভবান করতেই এমন উদ্যোগ। পশুখাদ্যের মধ্যে কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। দুধ উৎপাদন বৃদ্ধিতে কাঁচা ঘাসের বিকল্প নেই। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে খুবই ঘন বসতিপূর্ণ। আবাদি জমির পরিমাণ অনেক কম। তাই যেখানে মানুষের খাদ্য উৎপাদনেই নাভিশ্বাস উঠছে, সেখানে গবাদিপশুর খাদ্য উৎপাদন অনেকটা চ্যালেঞ্জের।


আরও পড়ুন: তালতলীতে সরিষা চাষ বেড়েছে তিনগুণ


তিনি আরও বলেন, কৃষকভায়েরা ঘাস উৎপাদনের ফলে তাদের গাভীর দুধ উৎপাদন বাড়াতে এবং অনান্য গবাদি পশুর মাংস উৎপাদনের মাধ্যমে অধিক লাভবান হতে পারবে। একই সাথে গোখাদ্যের খরচমেটানো সম্ভব। কাঁচা ঘাস সহজ প্রাপ্য হলে গাভী পালন সহজলভ্য হবে। আধুনিক পদ্ধতিতে ঘাস চাষ করতে হবে। সেজন্য দরকার উচ্চ উৎপাদনশীল ঘাস চাষ। 


আরও পড়ুন: শৈত্য প্রবাহে যেভাবে ফসল রক্ষা করবেন


এ সময় উপ-প্রকল্প পরিচালক তৈয়বুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শওকত আলী, সিইএ-সৈয়দ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


জেবি/এসবি