শৈত্য প্রবাহে যেভাবে ফসল রক্ষা করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪
এখন শীতকাল, সারাদেশে জেঁকে বসেছে শীত। শীতে জুবুথুবু গোটা দেশ। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাপমাত্রা কমে যাওয়ার কারণের শীত বেশি অনুভূত হচ্ছে।
সারাদেশের বিভিন্ন এলাকায় বয়ছে শৈত্য প্রবাহ।আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাটের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী মৃদু শৈত্য প্রবাহে যেভাবে ফসল রক্ষা করবেন।
আরও পড়ুন: ছাতকে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ
১. কুয়াশা ও মৃদু বা তীব্র শীতের এ অবস্থায় বোর ধানের বীজতলা ৩-৫ সেন্টিমিটার পানি ধরে রাখুন।
২. ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা ও চারার স্বাভাবিক বৃদ্ধির জন্য বীজতলা রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখুন। প্রতিদিন সকালে বীজতলার পানি পরিবর্তন করুন। প্রতিদিন সকালে চারার উপরে জমে থাকা শিশির ফেলে দেন।
৩. শৈত্য প্রবাহে আলুর নাবী ধ্বসা রোগের আক্রমণ ঘটতে পারে। প্রতিকারের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক ৭-১০ দিন পর পর স্প্রে করুন।
আরও পড়ুন: শ্রীনগরে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
৪. সরিষার অলটারনারিয়া ব্লাইট রোগ দেখা দিতে পারে। এ রোগ দেখা দিলে অতিদ্রুত অনুমোদিত মাত্রায় ইপ্রোডিয়ন গোত্রের ছত্রাকনাশক ১০-১২ দিন দিনে ৩ থেকে ৪ বার স্প্রে করুন।
৫. ফল গাছে নিয়মিত হালকা সেচ দেন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষা করতে খড় বা পলিথিন দিয়ে ঢেকে রাখুন।
জেবি/এসবি